উত্তরদিনাজপুর

স্ত্রীর মৃতদেহের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী উদ্ধার, চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার বন্দিরাগছ এলাকায়

এক দিকে পড়ে রয়েছে স্ত্রীর গলা কাটা মৃতদেহ, তারই পাশে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে স্বামী। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বন্দিরাগছ এলাকায়। রহস্যজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। 

        জানা গেছে, ওই দম্পতীর নাম দারাজুল ইসলাম (৪০) ও সাজনুর খাতুন(৩০)। বাড়ি ওই এলাকায়। দারাজুল ইসলাম পেশায় মুরগী বিক্রেতা। তাদের তিনটি সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি দারাজুল ইসলাম মানসিক অবসাদে ভুগছিল। মঙ্গলবার সকালে তাদের মধ্যে পারিবারিক বিবাদ শুরু হয়। স্থানীয় সুত্রে জানা যায়, দারাজুল তার কসায়ের হাঁসুয়া দিয়ে তার স্ত্রীর গলায় কোপ দেয় এবং নিজের গলা কেটে দেয় বলে অভিযোগ। ঘটনাটি স্থানীয়দের নজরে আস্তেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এরপর তাদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাজনুরকে মৃত বলে ঘোষণা করেন এবং দারাজুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। 

          এবিষয়ে স্থানীয় মেম্বার সৈয়দ আব্দুস সুভান জানান, ঘটনার সময় তিনি ছিলেন না তবে ভোটের প্রচার করার সময় তিনি জানতে পারেন ওই যুবক বেশ কিছু দিন ধরে মানষিক অবসাদে ভুগছিল। তাই তার ধারনা মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।